আইপিএলের আগে অধিনায়ক বদল করল সানরাইজার্স হায়দ্রাবাদ। কেন আইডেন মার্করামের পরিবর্তে প্যাট কামিন্সকে অধিনায়ক করা হল?এই প্রথম অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেবেন। গত নিলামে কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিল হায়দরাবাদ। তখনই এটা স্পষ্ট হয়েছিল যে তারা অধিনায়কের কথা মাথায় রেখেই প্যাট কামিন্স কে নিচ্ছে অন্য সবকিছুর চেয়ে নেতৃত্বকেই বেশি প্রাধান্য দিয়েছিল। এর আগে হায়দরাবাদের শেষ অস্ট্রেলিয়ান অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে দলকে জয়ের পথে নিয়ে গেছেন তিনি। এরপরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং দক্ষিণ আফ্রিকার মার্করাম অধিনায়ক থাকলেও তারা দলকে ট্রফি এনে দিতে পারেনি। তাই আবারও দায়িত্ব দেওয়া হয়েছে একজন অস্ট্রেলিয়ানকে। তিন বছরে তিনবার অধিনায়ক বদল করেছে হায়দরাবাদ। গত বারে,মার্করামের অধিনায়কত্বে, হায়দ্রাবাদ ১৪টির মধ্যে মাত্র চারটি ম্যাচ জিতেছিল। মার্করামও ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি, মাত্র ২৪৮ রান করেছিলেন। যদিও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে দুবার ট্রফি জিতেছে , তবুও আইপিএলে হায়দরাবাদ তার উপর আর নির্ভর করতে চায় না। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা কে ব্যাড দিয়ে হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করে এবং গুজরাট টাইটান্স শুভমান গিলকে তাদের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করে , নীতীশ রানার পরিবর্তে শ্রেয়স আয়ার কে নিয়ে আসে। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। ২৩শে মার্চ হায়দ্রাবাদ তাদের প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ কলকাতা, কামিন্সের প্রাক্তন দল।