Home রাজনৈতিক ‘স্লিপ অফ টাং হয়ে গিয়েছে,’ শোভন দেব চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কটাক্ষ শুভেন্দুর

‘স্লিপ অফ টাং হয়ে গিয়েছে,’ শোভন দেব চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কটাক্ষ শুভেন্দুর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যের চাকরি পরিস্থিতি নিয়ে শোভনদেবের মন্তব্যকে হাতিয়ার করে এবার কটাক্ষ শুভেন্দুর।‘স্লিপ অফ টাং হয়ে গিয়েছে, ৪৫ লক্ষ মানুষ বাইরের রাজ্যে চলে গিয়েছে, একটা শিল্প নেই, রাজ্যের জমি নীতি নেই’, গত এক বছরে নৈহাটি, ভদ্রেশ্বর, চন্দননগরে জুটমিল বন্ধ হয়েছে, ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, বেকার ভাতা সব বন্ধ,’ আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

 

রাজ্যে চাকরির বেহাল দশা নিয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বেফাঁস মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল। শনিবার একটি বেসরকারি অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এই যে ১২ লক্ষ ছেলে ময়ে (মাধ্যমিক) পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৮৬ শতাংশ পাশ করেছে। এরা কিন্তু শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। এখন গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে আর চাকরি পাওয়া যায় না। ‘

 

 

তিনি আরও বলেন,’রোজ আমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তখন ১০ জনের মধ্যে অন্তত ৫ জন আমাকে চাকরি দেওয়ার অনুরোধ করেন। কোনও কোনও সংখ্যাটা এর থেকে বেশিও হয়। কী পাশ করলে মানুষ চাকরি পাবেন সেটা জানা দরকার।’

Related Articles

Leave a Comment