এদিনের বৈঠকের শেষে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যাতে 2023 এ নির্ধারিত দিনের মধ্যেই কালীঘাট স্কাইওয়াক করে কাজ সম্পন্ন করা যায় তার জন্য এদিনের বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূগর্ভস্থ পাইপ লাইনের কাজের জন্য স্কাইওয়াক তৈরি করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সাময়িক ভাবে টেন্ডার প্রাপ্ত সংস্থা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সমস্যা দূর করতে এলাকার বিধায়ক দেবাশীষ কুমার নজরদারি করবেন । এবং কাজের অগ্রগতি নিয়ে প্রত্যেক 15 দিন অন্তর রিভিউ মিটিং করা হবে। সেই সঙ্গেই মেয়র জানিয়েছে পাইপলাইন কে অক্ষত রেখে কিভাবে স্কাইওয়াক তৈরি করার কাজ করা যায় তা নিয়েও বিকল্প পরিকল্পনা ভাবনাচিন্তা নেওয়া হয়েছে।