শতরান ছিল ঠিক দু’বছর আগেই, তাও আবার একই মাঠে
তার ঝুলিতে শতরান ছিল ঠিক দু’বছর আগেই, তাও আবার একই মাঠে। আরও একবার সেই মাঠই শতরান এনে দিল লোকেশ রাহুলকে। সেই ম্যাচ জয়ী হয়েছিল ভারত।
অসাধারণ পারফরম্যান্স দিলেন ভারতীয় দলের এই অন্যতম খেলোয়ার
তবে আজ পিচ একই, কিন্তু যেই পিচে বাকি ব্যাটারের খেলতে পারলেন না, সেই পিচেই অসাধারণ পারফরম্যান্স দিলেন ভারতীয় দলের এই অন্যতম খেলোয়ার। ছক্কা মেরে সেঞ্চুরি করলেন কে এল রাহুল। আর তারপরেই আউট হয়ে যান তিনি।
৮ উইকেটে ২০৮ রান থেকে খেলা শুরু হয় ভারতের
প্রথম ইনিংসে ২৪৫ রান করল ভারত। আজকের এই ইনিংসে ৮ উইকেটে ২০৮ রান থেকে খেলা শুরু হয় ভারতের। রাহুল ৭০ রানে ব্যাট করছিলেন। সঙ্গে ছিলেন সিরাজ। আবহাওয়া খুব একটা ভাল ছিল না। কাগিসো রাবাডা প্রথম দিনের ছন্দেই বল করছিলেন। তাই রাহুলের পরিকল্পনা ছিল তিনি বাকি বোলারদের বিরুদ্ধে রান করবেন।
খেলা দেখে মনে হয়েছিল পরের ওভারেই ১০০-র ঘর ছুঁয়ে ফেলবে এই খেলোয়ার
সেই মতো খেলা চলছিল। তাঁকে সঙ্গ দেন সিরাজ । ৮৯ রান থেকে ছক্কা মেরে ৯৫ রানে পৌঁছন রাহুল। খেলা দেখে মনে হয়েছিল পরের ওভারেই ১০০-র ঘর ছুঁয়ে ফেলবে এই খেলোয়ার। কিন্তু সেই ওভারেই আউট হয়ে যান সিরাজ। সেই মুহূর্তে নিজেকে ধরে রেখেছিল রাহুল। সেই ওভারের শেষ বলে ছক্কা মেরে শতরান করেন তিনি।
১০০ রানের মধ্যে ৮০ রানই এসেছে বাউন্ডারিতে
টেস্টে এটি তাঁর অষ্টম শতরান। আগের দক্ষিণ আফ্রিকা সফরেও এই একই গন্তব্যে ভারতের ঝুলিতে শতরান দিয়েছিলেন রাহুল। আরও একবার তারই পুনরাবৃত্তি করলেন তিনি। ১০০ রানের মধ্যে ৮০ রানই এসেছে বাউন্ডারিতে। ১৪টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি।
পরের ওভারে আবার বড় শট মারার চেষ্টায় ছিলেন তিনি কিন্তু আউট হয়ে যান এই ব্যাটার। ১০১ রানে ফেরেন তিনি। সেই সঙ্গে ২৪৫ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়।