মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে প্রস্তাবিত জোট নিয়ে জল্পনা
লোকসভা ভোটে কার সঙ্গে কার জোট দেখবে বাংলা? তবে কি এবার কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে? বৃহস্পতিবার তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে প্রস্তাবিত জোট নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে।
তৃণমূল সুপ্রিমোর কথায়
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার চাকলায় তৃণমূলের কর্মিসভায় তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘‘সারা দেশে ‘ইন্ডিয়া’ থাকবে। বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। কারণ, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। সারা ভারতকে পথ দেখাতে।’’
তার এই বক্তব্যে জল্পনা একটাই, মমতা কি তবে এটাই বোঝাতে চেয়েছেন, যে সারা দেশে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ যেমন লড়াই করছে তেমনই করবে। কিন্তু বাংলায় তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে। অর্থাৎ, কারও সঙ্গে জোট বেঁধে নয়।
অন্যদিকে তৃণমূলের একাংশের মত, বাংলায় ‘ইন্ডিয়া’র প্রতিভূ হিসেবে তৃণমূলকেই তুলে ধরতে চেয়েছেন মমতা। তিনি এটা পরিষ্কার করে দিতে চেয়েছেন, যে, বাংলায় তৃণমূলই জোটের আসল চাবিকাঠি। তৃণমূল জানে বিজেপিকে কিভাবে শিক্ষা দিতে হবে। মমতা একটি বিষয় আরও স্পষ্ট করে দিয়েছেন। যাতে আসন সমঝোতার সময় দর কষাকষিতে তিনি ‘সুবিধাজনক’ অবস্থানে থাকেন।
দার্জিলিং আসনে লড়াইয়ের জন্য কংগ্রেস ঘুঁটি সাজাতে শুরু করেছে
অনেকের মতে, মমতা এই কথা বলে কংগ্রেসকে ‘নমনীয়’ হওয়ার বার্তা দিয়ে থাকতে পারেন। কারণ, এর মধ্যেই পাহাড়ের দুই নেতা বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডকে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যা দেখে অনেকে মনে করছেন, দার্জিলিং আসনে লড়াইয়ের জন্য কংগ্রেস ঘুঁটি সাজাতে শুরু করেছে। তবে বৃহস্পতিবার মমতা যা বলেছেন, তাতে জোট নিয়ে জল্পনা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রসঙ্গ উল্লেখ করে মমতা
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই কংগ্রেসের সম্পর্কে প্রকাশ্যে কোন মন্তব্য করতে শোনা যায়নি তৃণমূল নেত্রীকে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও কংগ্রেস সম্পর্কে দিদি চুপ। কিন্তু বৃহস্পতিবার বেশ কয়েক বার বঙ্গ কংগ্রেসকে আক্রমণ শানান তৃণমূলের সর্বময় নেত্রী। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, ‘‘বালু অনেক কাজ করেছে। ওকে অ্যারেস্ট করেছে, যাতে পার্টির কাজ করতে না পারে। আর সিপিএম-কংগ্রেস-বিজেপি রাস্তায় বেরিয়ে পড়েছে।’’