Home সংবাদবর্তমান ঘটনা ‘টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে’,-মমতা

‘টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে’,-মমতা

বাংলা থেকে বিদায় নিয়েছে টাটা।  বুধবার শিলিগুড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই ন্যানো কারখানার প্রসঙ্গ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:  বাংলা থেকে বিদায় নিয়েছে টাটা।  বুধবার শিলিগুড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই ন্যানো কারখানার প্রসঙ্গ। মমতার দাবি, টাটাকে রাজ্য থেকে তিনি তাড়াননি, সিপিএম তাড়িয়েছে। বহু দিন পর ফের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল টাটার প্রসঙ্গ। সিঙ্গুরে টাটার ন্যানো কারখানার প্রোজেক্ট বন্ধ হওয়া নিয়ে বামেরা বার বার দুষে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে। রাজনীতির কারবারিরাও মনে করেন, ২০১১ সালে বঙ্গ রাজনীতিতে ঐতিহাসিক পালাবদলে অনুঘটকের মতো কাজ করেছিল সিঙ্গুর আন্দোলন। আর এই সিঙ্গুর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে মুখ্যমন্ত্রী রাজ্য থেকে টাটার বিদায় নেওয়ার ঘটনায় বামেদেরই দুষলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে। আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই। আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি, কই জোর করে তো জমি আমরা নিইনি। আমি পরিষ্কার করে বলি, আমাদের এখানে যত শিল্পপতি রয়েছেন, কারও মধ্যে ভেদজ্ঞান করি না। আমরা প্রত্যেককে চাই। তাঁরা বাংলায় বিনিয়োগ করুক। বিনিয়োগ করে এখানে দরকার হলে অনেক কর্মসংস্থান তৈরি করুক।”

Related Articles

Leave a Comment