Home সংবাদবর্তমান আপডেট Sanhati Yatra Mamata: মমতার ‘সংহতি মিছিলে’-র অনুমতি দিল হাই কোর্ট

Sanhati Yatra Mamata: মমতার ‘সংহতি মিছিলে’-র অনুমতি দিল হাই কোর্ট

by Web Desk
মমতার 'সংহতি মিছিলে' মিছিলের অনুমতি দিল Kolkata হাই কোর্ট

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলের অনুমতি

২২ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলের অনুমতি  দিল কলকাতা হাই কোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপত্তি কে একপ্রকার পিছনে ফেলে নেওয়া হল এই সিদ্ধান্ত। বিরোধী দলনেতার আর্জি খারিজ করে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে ওই সম্প্রীতি মিছিলের অনুমতি দিয়ে দিল।

২২ জানুয়ারি অর্থাৎ অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন রাস্তায় নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ওইদিন খাস কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী। সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী। ২২ জানুয়ারি সকালে কালীঘাটে (Kalighat) মা কালীর পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের লোককে নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে হাজরা থেকে মন্দির, মসজিদ গুরুদ্বার ছুঁয়ে পার্ক সার্কাসে হবে জনসভা। এই সংহতি মিছিলকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। এই কর্মসূচি আদতে বিভাজন তৈরির চেষ্টা বলেই দাবি বিজেপির।

হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

উল্লেখ্য মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলের দিন বদলের দাবিতে হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর দাবি ছিল, রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, শুভেন্দুর সেই আবেদন কার্যত খারিজ করে দিল বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

মিছিলের অনুমতি মিললেও কিছু শর্ত রেখেছে আদালত। হাই কোর্টের তরফে জানানো হয়েছে, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে, মিছিল থেকে এমন কোনও মন্তব্য করা যাবে না। তাছাড়া এই ধরনের মিছিলে যানবাহণের সমস্যা হয়, সাধারণ মানুষের সমস্যা হয়, রাজ্য এবং শাসকদলকে সেদিকটাও নজর রাখতে বলেছে হাই কোর্ট।

Related Articles

Leave a Comment