Home NEWSCITY TALKS (Bengali) হাওড়ার হংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মমতার

(Bengali) হাওড়ার হংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মমতার

by Soumadeep Bagchi

 

অন্যদিকে, হাওড়ায় হিংসা বন্ধের আবেদন ত্বহা সিদ্দিকির। এই হিংসার পিছনে বিজেপির হাত আছে বলে অভিযোগ ফুরফুরা শরীফের পীরজাদার। অশান্তি এড়াতে সলপে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। কোনওরকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি, অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

 

মহম্মদ অবমাননা নিয়ে বৃহস্পতিবার প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিল বম্বে রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানোর পরেও রাত পর্যন্ত চলে অবরোধ। শুক্রবার আবার বিক্ষুব্ধ জনতা ভেঙে চুরমার করে দেয় বিজেপি পার্টি অফিস ।

Related Articles

Leave a Comment