Home সংবাদসিটি টকস ফেয়ার নির্বাচন হতে দেবে না সরকার: মিঠুন

ফেয়ার নির্বাচন হতে দেবে না সরকার: মিঠুন

পঞ্চায়েত নির্বাচনে খুঁটি শক্ত নেই বিজেপির। সিঁদুরে মেঘ দেখে একুশের ফেয়ার নির্বাচন হতে দেবে না সরকার: মিঠুন কথা মনে পড়ছে গেরুয়া শিবিরের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে খুঁটি শক্ত নেই বিজেপির। সিঁদুরে মেঘ দেখে একুশের ফেয়ার নির্বাচন হতে দেবে না সরকার: মিঠুন কথা মনে পড়ছে গেরুয়া শিবিরের। আগেভাগে খেলা শুরু করে দিয়েছেন সুকান্ত মজুমদার। এখনও প্রতিবাদেই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। নির্বাচনী প্রচারে এখনও নামেননি তিনি। এক সংবাদমাধ্যমকে মুখোমুখি সাক্ষাত্‍কারে মিঠুন বলেছেন, ফেয়ার নির্বাচন হতে দেবে না সরকার।

যদি হয়, তবে আগামীকালই ক্ষমতায় আসবে বিজেপি। এক্কেবারে কর্মীদের চাঙ্গা করার বার্তা। মিঠুন তাঁর কাজ করছেন। দু’দিন আগে শুভেন্দু অধিকারী ডেডলাইন ডিসেম্বরের ‘কনসেপ্ট ‘ পরিষ্কার করে দেন। বিজেপির সরকার ফেলার অর্থ হল ‘সংবিধান মেনে ভোটের জিতে সরকার তৈরি করা।’ একই সঙ্গে শুভেন্দু ইঙ্গিত দিয়েছেন, দুর্নীতিতে আরো বড় চোর ডিসেম্বরেই ধরা পড়বে। কিন্তু কীভাবে? কে সে? তা এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Comment