রাজকোটের হাসপাতালটি প্রসঙ্গে মোদি বলেন, ”যখন মানুষের চেষ্টা ও সরকারের প্রচেষ্টার মধ্যে যোগসূত্র তৈরি হয়ে যায়, তখন আমাদের সেবার শক্তি বৃদ্ধি পায়। রাজকোটের এই আধুনিক হাসপাতাল তারই বড় উদাহরণ হয়ে থাকল।” এরপর গুজরাটের প্রশংসায় তিনি জানান, ”আজ আমি যা হতে পেরেছি তা গুজরাটের জন্য।”