Home জীবনধারাস্বাস্থ্য বিশ্বজুড়ে মাঙ্কি পক্সের আতঙ্ক,বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করল মোদী সরকার

বিশ্বজুড়ে মাঙ্কি পক্সের আতঙ্ক,বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করল মোদী সরকার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। বিশেষ করে ইউরোপীয়ান দেশগুলিতে মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করল মোদী সরকার। নির্দেশিকায় আধিকারীকদের কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে কোনও যাত্রীকে অসুস্থ বলে মনে হলে সঙ্গে সঙ্গে তাঁকে আটকে আইসোলেট করতে হবে। করোনা মহামারীর মাঝে আরেক সংক্রামক রোগের আতঙ্ক চেপে বসেছে গোটা বিশ্বে।

 

 

ভারতে এখনও পর্যন্ত এই ভাইরাস হানা না দিলেও পর্তুগাল, স্পেন, ইউরোপ ও আমেরিকার মতো কয়েকটি দেশেও মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিশ পাওয়া গিয়েছে। গত ৭ মে লন্ডনে প্রথম এক ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের ভাইরাস পাওয়া গিয়েছিল। আক্রান্ত ওই ব্যক্তি নাইজেরিয়ায় গিয়েছিলেন বলে জানা গিয়েছিল। সেখানেই কোনও ভাবে আক্রান্ত হন বলে ধারণা করা হয়েছিল।

 

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৩২৩ জন

 

মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বাড়তে পারে সংক্রমণের আশঙ্কা। শ্বাসনালি, শরীরে তৈরি হওয়া কোনও ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের শরীরের প্রবেশ করতে পারে মাঙ্কি ভাইরাস। অন্তত বিশেষজ্ঞরা প্রাথমিক ভাবে এটাই ধারণা করেছিলেন।

Related Articles

Leave a Comment