Home সর্বশেষ সংবাদ Narendra Modi:জাপান সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Narendra Modi:জাপান সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:সোমবার সকালেই জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টোকিও বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য প্রবাসী ভারতীয়৷এদিন সেখানে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিন্দিতে বলেন, ‘ভারত IPEF প্রতিষ্ঠার জন্য আপনাদের সকলের সঙ্গে কাজ করবে।

 

 

এই ফ্রেমওয়ার্ক অন্তর্ভুক্তিমূলক এবং পরিবর্তনশীল।’ মোদী এদিন আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে কাঠামোটি এই তিনটি স্তম্ভকে (বিশ্বাস, স্বচ্ছতা এবং সময়োপযোগীতা) শক্তিশালী করতে সাহায্য করবে এবং এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে উন্নতি, শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে।’

 

 

 

দু’ দিনের সফরে জাপানে গিয়েছেন নরেন্দ্র মোদি৷ এই সফরের মূল উদ্দেশ্য চতুর্দেশীয় কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া৷ পাশাপাশি, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি৷ বৈঠক করবেন বেশ কয়েকটি জাপানি সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও৷

 

আরও পড়ুনঃ Governor:শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল

 

জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে পারস্পরিক সম্পর্কের জোট হল কোয়াড । জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। সদ্য নির্বাচিত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও উপস্থিত থাকবেন কোয়াড সম্মেলনে।

Related Articles

Leave a Comment