করণের ৫০ তম জন্মদিন
বুধবার করণ জোহরের ৫০ তম জন্মদিন ছিল। মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন, এছাড়াও বুধবার এক জমকালো পার্টির আয়োজন করেছেন তিনি।জন্মদিনের সকাল থেকে সোশ্যাল মিডিয়ার পেজ ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। আলিয়া ভাট থেকে শুরু করে করিনা কাপুর, করণকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে বলিউডের সেলেবরা।
অন্যদিকে সবাইকে রিটার্ন গিফট দিয়েছেন করণ নিজে। সোশ্যাল মিডিয়ায় করণ লেখেন যে, ‘যদিও আমি জানি যে এটা আমার জীবনের মাঝামাঝি সময়, তাও আমি নিজেকে মিলেনিয়ল ভাবি। কেউ কেউ এটাকে মিড লাইফ ক্রাইসিস বলে। আমি এটাকে বলি, ক্ষমাহীন হয়ে জীবন কাটানো।’করণ আরও লেখেন,’আমি এই ইন্ডাস্ট্রিতে ২৭ বছর কাজ করছি। আমি ধন্য যে আমি জীবনে সেরা অভিজ্ঞতা উপভোগ করেছি। গল্প বলা, কনটেন্ট তৈরি করা, নতুন ট্যালেন্ট তুলে আনা, ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের চোখের সামনে অভিনয় করতে দেখা, আমার কাছে এটা স্বপ্নের মতো। প্রশংসা থেকে শুরু করে ট্রোল,সব কিছু আমার জন্য একটা বিশালশিক্ষা।’
জন্মদিনেই নিজের আগামী পরিচালনার ঘোষণা করলেন করণ। এই প্রথম অ্যাকশন ফিল্ম তৈরি করবেন করণ। ছবির শুটিং শুরু হবে ২০২৩ সালের এপ্রিল মাসে। পাশাপাশি করণ জানান যে তাঁর ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি মুক্তি পাবে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি। বিপাকে রামগোপাল ভার্মা আর্থিক প্রতারণার অভিযোগ বলিউডের জনপ্রিয় পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে।
হায়দরাবাদ পুলিশ পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে ৫৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলা করেছে। অভিযোগকারীর দাবি, পরিচালক ‘দিশা’ সিনেমা নির্মাণের জন্য তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং সেই ছবি মুক্তির আগে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু টাকা শোধ করেননি। পাশে দাঁড়ালেন অক্ষয় ৩ জুন মুক্তি পাবে নতুন ছবি ‘পৃথ্বীরাজ’। তার প্রচারেই নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এর মাঝেই আবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের টুইট দেখে সেখানকার অঙ্গনওয়াড়ির শিশুদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার ।
অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য ১ কোটি টাকা দান করছেন বলিউডের খিলাড়ি। পাশাপাশি ৫০ দুস্থ শিশুকে দত্তকও নিচ্ছেন তিনি। এবার শাশ্বতর নায়িকা দীপিকা বলিউডে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায় । কখনও কঙ্গনা রানাউতের সঙ্গে অভিনয় করছেন, কখনও বিদ্যা বালন, কখনও রণবীর ও ক্যাটরিনা। আর এবার তো দীপিকা পাড়ুকোনের বিপরীতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্য়ায়কে। খবর অনুযায়ী, পরিচালক নাগ অশ্বিনের ছবিতে দীপিকার সঙ্গে দেখা যাবে শাশ্বতকে। সঙ্গে থাকছেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাসও। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চনও রয়েছেন এই ছবিতে।