Home সংবাদবর্তমান ঘটনা সংসদে খোলা পরিবেশে আলোচনা-তর্ক বিতর্ক হোক,’ বিরোধীদের উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সংসদে খোলা পরিবেশে আলোচনা-তর্ক বিতর্ক হোক,’ বিরোধীদের উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:একদিকে চলছে রাষ্ট্রপতি নির্বাচন, তার মধ্যেই সোমবার শুরু হল সংসদের বাদল অধিবেশন। এদিন থেকেই নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যে জিএসটি বসতে চলায়, সহজেই অনুমেয় বাদল অধিবেশনেও তাপপ্রবাহ চলবে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বিরোধীদের উদ্দেশে বলেন, এই অধিবেশনকে যতদূর সম্ভব সাফল্যমণ্ডিত করে তুলুন। খোলা মনে আলোচনা হোক সংসদে

মোদির কথায়, “এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজাদি কি অমৃত মহোৎসব চলছে। সেই সময় এই অধিবেশন খুব তাৎপর্যপূর্ণ। এই সময় সংকল্প নেওয়ার সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। এরই মধ্যে চলছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদ নির্বাচন। এই বাদল অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতির মার্গদর্শন পাব।”

পাশাপাশি তিনি এও বলেন,”সংসদে খোলা পরিবেশে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক, বিশ্লেষণ হোক। ফলপ্রসূ হোক সেই আলোচনা। এর ফলে ভবিষ্যতের নীতি নির্ধারণ করতে সুবিধা হবে। তাই সকল সদস্যদের কাছে এটাই আবেদন করব উত্তম চর্চা করুন, সংসদকে আরও সমৃদ্ধ করে তুলুন। সকলের প্রয়াসে দেশ চলে, সংসদ চলে, ভাল কিছু নির্ণয় করা যায়। তাই প্রত্যেকের যা কর্তব্য তা করা উচিত।”

Topics

Parliament  PM Modi  Monsoon Session Administration Kolkata

Related Articles

Leave a Comment