কলকাতা টুডে ব্যুরো:৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতে সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রীর।শুক্রবার সন্ধে সাড়ে ছটায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠক রয়েছে। কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপড়েন, জিএসটি নিয়ে বিবাদের মধ্যেই প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ওই বৈঠক করবেন। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরই ওই বৈঠকে যোগ দেওয়ার কথা। সে কারণেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Topics
PM Modi CM Mamata Banerjee BJP TMC Administration Kolkata