কলকাতা টুডে ব্যুরো: অবিলম্বে কলকাতা পোর্টের নাম পরিবর্তনের দাবীতে এসএফআইয়ের বিক্ষোভ। বুধবার কলকাতা পোর্টের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জীর নামের বদলে সুভাষচন্দ্র বোসের নামে করতে হবে এই দাবি নিয়ে কলকাতা কোর্টের ৫ নম্বর গেটের কাছে এসএফআইয়ের বিক্ষোভ ।
এই বিক্ষোভে উপস্থিত ছিলেন এস এফ আইয়ের পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য সহ ফৈয়াজ আহমেদ খান ও অন্যান্য নেত্রীবর্গ। এস এফ আইয়ের দাবী শীঘ্রই এই নাম পরিবর্তন করতে হবে, পাশাপাশি বুধবার নেতাজি সুভাষচন্দ্র বোসের নামাংকৃত একটি ফলক পোর্টের গেটের পাশে লাগিয়ে দেওয়া হয় এস এফ আইয়ের তরফে। পাশাপাশি এ বিষয়ে এস এফ আই এর পক্ষ থেকে পোর্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানানো হবে। যদি সুভাষচন্দ্র বোসের নামাঙ্কিত এই ফলক ওই জায়গা থেকে কেউ সরিয়ে দেয় তাহলে এস এফ আইযের তরফে আরও বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামবে বলে জানানো হয়েছে।
Topics
Protest Rally SFI CPM Administration Kolkata