Home সংবাদসিটি টকস ভাড়া করা হয়েছে ৭টি ট্রেন, নবান্ন অভিযানের প্রস্তুতি বিজেপির

ভাড়া করা হয়েছে ৭টি ট্রেন, নবান্ন অভিযানের প্রস্তুতি বিজেপির

স্কুলে নিয়োগে দুর্নীতি থেকে কয়লা, গরুপাচারের অভিযোগ। নানা ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: স্কুলে নিয়োগে দুর্নীতি থেকে কয়লা, গরুপাচারের অভিযোগ। নানা ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি । এই পরিস্থিতিতেই মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি।

সূত্রের খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এবং বালুরঘাট স্টেশন, অন্যদিকে, দক্ষিণবঙ্গের আসানসোল, ঝাড়গ্রাম, দিঘা, পুরুলিয়া স্টেশন থেকে কর্মী-সমর্থকদের আনতে ৭টি ট্রেন ভাড়া করা হয়েছে। এই ৭টি ট্রেন ভাড়া নিতে খরচ হবে ৭০ লক্ষ টাকা। ট্রেন ছাড়াও প্রতি জেলা থেকে অন্তত ৫টি করে বাসে কর্মী-সমর্থকদের আনতে বলা হয়েছে।

খরচ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। TMC র রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘ ১১ কোটি টাকা খরচ হচ্ছে। বৈদিক আড়াই কোটির চিন্তন বৈঠক দেখেছি। লাভ হয়নি। একইরকম ভাবে নবান্ন অভিযানে এত খরচ করে লাভ হবে না। বাংলার বঞ্চনার টাকা খরচ করছে। ‘

Topics
Rally BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment