Home NEWSCURRENT AFFAIRS Recruitment Case – কালীঘাটের কাকুর এবার মানসিক চাপ,দাবি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের

Recruitment Case – কালীঘাটের কাকুর এবার মানসিক চাপ,দাবি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের

by Web Desk

Recruitment Case : এই মুহূর্তে মানসিক চাপের মধ্যে থাকার কারনে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র দিতে পারছেন না গলার স্বরের নমুনা। এমনটাই দাবি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের। যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি। এই প্রক্রিয়াতে দেরি করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ না করার জন্য যে যুক্তিগুলি দিচ্ছেন, তা ভিত্তিহীন। যে মেডিক্যাল বোর্ড ‘কালীঘাটের কাকু’কে দেখছে, তার নিরপেক্ষতা, স্বচ্ছতা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। আদালতে ইডি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, স্বরের নমুনা নিতে বাধা দিয়ে এসএসকেএম কর্তৃপক্ষ আসলে ইডির কাজে এবং বিচারপ্রক্রিয়াতেই বাধা দেওয়ার চেষ্টা করছেন। এর আগেও হাসপাতালের এমন ব্যবহার নজরে আসে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন এই হাসপাতালে ভর্তি ছিলেন, সে সময়ে হাসপাতালের সিদ্ধান্ত এবং বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আদালতে এসএসকেএমের পরিবর্তে ইএসআই হাসপাতালের পক্ষে সওয়াল করেছিল ইডি। সিবিআইয়ের বিশেষ আদালত নির্দেশ দেয়, সুজয়ের গলার স্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব কি না, তা মেডিক্যাল বোর্ড গড়ে খতিয়ে দেখবেন ইএসআই কর্তৃপক্ষ। হাসপাতালের ডিন মেডিক্যাল বোর্ড গঠনের বিষয়টি তত্ত্বাবধান করবেন। আদালতের নির্দেশ অনুযায়ী, চলতি বছর অর্থাৎ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত শেষ করতে হবে ইডিকে। ‘কালীঘাটের কাকু’র গলার স্বরের নমুনা না পেলে তা সম্ভব নয়। দাবি ইডির।

 

 

Related Articles

Leave a Comment