Home আন্তর্জাতিক সংবাদ Nepal: নেপালে প্লেন দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে শুরু করেছে সেনা

Nepal: নেপালে প্লেন দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে শুরু করেছে সেনা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রবিবার নেপালের একটি বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের থানে থেকে ছুটি কাটাতে আসা এক পরিবারের চার সদস্য নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁরা নেপালের একটি বেসরকারি বিমান সংস্থা পরিচালিত বিমানে যাচ্ছিলেন। প্লেনটির ৪৩ বছরের পুরনো বলে জানা গিয়েছে। ওই প্লেনে মোট ২২ জন যাত্রী ছিলেন। রবিবার দুর্ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যান এবং দুই ঘন্টা পরে মুস্তাংয়ের কোওয়াং এলাকা থেকে পাওয়া গিয়েছিল।

 

 

পরিবারের সদস্যরা হলেন ৫৪ বছর বয়সী অশোক ত্রিপাঠী, তার স্ত্রী, বৈভবী বন্দেকর-ত্রিপাঠি (৫১), ছেলে ধান্যস্য ত্রিপাঠি (২২) এবং মেয়ে ঋতিকা ত্রিপাঠী (১৮)। ওই ত্রিপাঠী পরিবার থানের রুস্তমজি এথেনা ভবনের বাসিন্দা। তাঁরা ছুটি কাটাতে নেপালে এসেছিলেন। তাঁরা নেপালের পোখরা থেকে তাদের ফ্লাইট পরিবর্তন করেছিলেন।
নেপালের কাপুরবউরি পুলিশ নিশ্চিত করেছে যে বিমান দুর্ঘটনার পর পরিবার নিখোঁজ হয়েছে।

 

আরও পড়ুনঃ ফের শহরে মডেলের রহস্যজনক মৃত্যু, কসবা থেকে উদ্ধার দেহ

 

রবিবার মুস্তাঙ্গে উদ্ধারকাজ শুরু হওয়ার কিছু পরেই বন্ধ করে দিতে হয়, আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় এবং তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে বাধ্য হয় নেপাল প্রশাসন। সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামে নেপাল সেনা। তারা জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাঙ্গের থাসাং টু-এর সানসোয়ারে দেখা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরুও হয়েছে সেখানে।

Related Articles

Leave a Comment