Home সংবাদসিটি টকস জামিনের আবেদন খারিজ, ৫ ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজত পার্থ- কল্যাণের

জামিনের আবেদন খারিজ, ৫ ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজত পার্থ- কল্যাণের

SSC নিয়োগকাণ্ডে ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়।সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC নিয়োগকাণ্ডে ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়।সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। তবে, সংশোধানাগারে গিয়ে অভিযুক্তদের জেরা করার যে আর্জি জানিয়েছিল সিবিআই, সেই আর্জিটিতে নাকোচ আদালতের।

SSC নিয়োগকাণ্ডে গ্রেফতারির পর প্রথমে ইডি হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকী. দু’দফায় বেশ কয়েকদিন কাটিয়েছেন প্রেসিডেন্সি সংশোধানাগারেও। এরপর যেদিন প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই, সেদিন পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।

বুধবার ফের আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। জামিনের আবেদন জানিয়েছিলেন দু’জনকেই। কিন্তু সেই আবেদন খারিজ করে ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুনানিতে সিবিআইয়ের আইনজীবী জানান, ‘তদন্ত সহযোগিতা করছে না পার্থ ও কল্য়াণময়’। ৫ অক্টোবর ফের মামলায় শুনানি। এর আগে, সিবিআই হেফাজতে থাকাকালীন নিয়োগ দুর্নীতির দায় কার্যত কাঁধ থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়। জেরায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, ‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত। আমি শুধু সই করতাম। আমার খুব সীমিত ক্ষমতা ছিল। তাঁদের উপর ভরসা রেখেছিলাম’।

Topics

SSC Scam CBI Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment