Home সংবাদসিটি টকস প্রসন্নকে চার দিনের CBI হেফাজতের নির্দেশ আদালতের

প্রসন্নকে চার দিনের CBI হেফাজতের নির্দেশ আদালতের

প্রসন্নর কাঁড়ি কাঁড়ি টাকার উত্‍স কী? জানতে তৎপর তদন্তকারীরা। সোমবার পার্থ ঘনিষ্ঠ প্রসন্নকে চার দিনের CBI হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রসন্নর কাঁড়ি কাঁড়ি টাকার উত্‍স কী? জানতে তৎপর তদন্তকারীরা। সোমবার পার্থ ঘনিষ্ঠ প্রসন্নকে চার দিনের CBI হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর আবার হাজিরা দেওয়ার কথা। প্রসন্ন রাযকে কোর্টে তলা হলে, বিচারক সুভার্থি সরকার রীতিমত রেগে যান । তিনি তদন্তকারী অফিসারকে বলেন,”গতকাল বিকেল ৫:৩০টায় আসামীর পিজি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।আজ এত দেরি হল কেন?আসামীকে বেলা ১১টার মধ্যে আদালতে আনতে হবে।”

প্রসন্ন রায়ের আইনজীবি সুমিত চৌধুরী তার জামিনের জন্য আবেদন করেন। কিন্তু CBI-এর পিপি A.K Tripathi বলেন, প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু নাম পাওয়া গেছে।প্রদীপ সিংয়ের কাছ থেকে এই প্রসন্ন রায়ের নাম পাওয়া গেছিল।প্রদীপ তদন্তে জানিয়েছিল, সে এই প্রসন্নর কথাতেই কাজ করত।এটা বৃহত্তর ষড়যন্ত্র।প্রচুর টাকা এসেছিল এই প্রসন্নর ব্যবসায়।সেটা কোথা থেকে এসেছিল?কিভাবে ব্যবহার হয়েছিল?সেটা জানার জন্য আবার সিবিআই হেফাজতের প্রয়োজন আছে।

A.K Tripathi অভিযোগ করে, ওকে গ্রেফতারের আগে,অনেকবার সিবিআই চিঠি পাঠিয়েছিল।সেই সব এড়িয়ে গিয়েছিল প্রসন্ন। ও সিবিআই এর সঙ্গে অসহযোগিতা করছিল।

Related Articles

Leave a Comment