Home সংবাদসিটি টকস ‘এত টাকার উৎস কী, খুঁজে বের করা দরকার,’দাবি Sukanta-র

‘এত টাকার উৎস কী, খুঁজে বের করা দরকার,’দাবি Sukanta-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ ঘণ্টা জেরার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকাল ৯.৫০ মিনিট নাগাদ নাকতলার বাড়ি থেকে পার্থবাবুকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

এই গ্রেফতারের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “সরকারি লোগো লাগানো খাম থেকে টাকা উদ্ধার হয়েছে। যে কোনওদিন শিক্ষকতা করেনি, সে ঠিক করবে কে স্কুলে চাকরি পাবে? এত টাকার উৎস কী, খুঁজে বের করা দরকার। এই উদ্ধার হওয়া টাকা এবং গ্রেফতারি হিমশৈলের চূড়ামাত্র। এই সরকারকে উৎখাত করতে বিজেপি পথে নামবে।”
সুকান্ত মজুমদারের প্রশ্ন, “আয়ের উৎসের সঙ্গে এই টাকা অসঙ্গতিপূর্ণ। এই টাকা মানুষের ওকে জবাব দিতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের কুকুরের নামে ফ্ল্যাট। উনি একটা বড় সংস্থায় কাজ করতেন আমরা সবাই জানি। কিন্তু তারপরেও এত সম্পত্তি?” তাঁর পরামর্শ, “এত বড় দুর্নীতি হয়েছে, সেটা একার পক্ষে সম্ভব নয়। সংগঠিত অপরাধ। পার্থবাবুর এখন উচিৎ এই যোগসাজশে কারা যুক্ত এবং কাদের নির্দেশে তিনি কাজ করেছেন। এসব কিছু খুলে বলা।”

Topics

SSC Scam  ED Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment