Home NEWSCITY TALKS বুধবার ফের ESI হাসপাতালে Partha-Arpitaর স্বাস্থ্য পরীক্ষা

বুধবার ফের ESI হাসপাতালে Partha-Arpitaর স্বাস্থ্য পরীক্ষা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:মেডিক্যাল পরীক্ষার জন্য বার করা হল পার্থ-অর্পিতাকে। সিজিও কমপ্লেক্স থেকে বার করা হল পার্থ-অর্পিতাকে। ESI হাসপাতালে তাদের শারীরিক পরীক্ষা হবে ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে খবর, মঙ্গলবার রাতে ইডি’র তদন্তকারী অফিসার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ফোন করে নেবুলাইজার এবং স্লিপ কার্ট ম্যাট্রেস চেয়ে পাঠান। সেগুলি রাতেই পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে।

মঙ্গলবার জিজ্ঞাসাবাদ পর্ব ছাড়া দিনের বেশিরভাগ সময় বিছানায় শুয়েই কাটিয়েছেন পার্থ। দুপুরে সামান্য সাধারণ খাবার ছাড়া বার তিনেক গ্রিন টি খেয়েছেন। ওই একই ফ্লোরে ইডির স্থায়ী কমন লক আপে আছেন অর্পিতা মুখোপাধ্যায়। সেখানে আছে দুটি ফ্যান, অ্যাটাচ টয়লেট ও চারটি বেড। এটি চারজনের স্থায়ী কমন লক আপে অর্পিতা।

Topics

SSC Scam  ED Partha Chatterjee ESI Hospital Administration Kolkata

Related Articles

Leave a Comment