Home সংবাদসিটি টকস SC Issues Guidelines For Courts:সরকারি আধিকারিকদের ক্ষেত্রে এবার নতুন নির্দেশিকা

SC Issues Guidelines For Courts:সরকারি আধিকারিকদের ক্ষেত্রে এবার নতুন নির্দেশিকা

by Web Desk
Sc Issues Guidelines For Courts

সরকারি আধিকারিকদের আদালতে এবার নতুন নির্দেশিকা

সরকারি আধিকারিকদের আদালতে এবার নতুন নির্দেশিকা। তলব করার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আধিকারিকদের অপমান করে কথা বলা বা তাঁদের পোশাকআশাক নিয়ে মন্তব্য করার ব্যাপারে এবার থেকে সতর্ক থাকতে হবে এমনটাই নির্দেশ আদালতের।

বুধবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ এই ব্যাপারে নির্দিষ্ট এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর) জারি করেছে। এই নির্দেশিকা মানতে হবে হাইকোর্টকে। প্রসঙ্গত গত বছর ইলাহাবাদ হাই কোর্টের তরফ থেকে দুই প্রবীণ আধিকারিককে তলব করা হয়। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে উত্তরপ্রদেশ সরকার।

সাড়া না দিলেই আদালত অবমাননার ফৌজদারি মামলাও করা যায় না

জানা যাচ্ছে ,সুপ্রিম কোর্ট হাই কোর্টের উদ্দেশ্যে বলেছে, যখন তখন সরকারি অফিসারকে ডেকে পাঠানোটা সংবিধানের বিরোধী। তলবে সাড়া না দিলেই আদালত অবমাননার ফৌজদারি মামলাও করা যায় না। হলফনামা দিলেই যে কাজ মিটে যায়, সেখানে হাজিরা তলব করা অর্থহীন। তবে তথ্য গোপন করা হচ্ছে বলে মনে হলে তলব করা যেতে পারে। সে ক্ষেত্রেও যথেষ্ট সময় দিয়ে নোটিস পাঠাতে হবে, ভিডিয়ো কনফারেন্সে হাজিরার সুযোগও রাখতে হবে। এর আগে সরকারের তরফে এমন একটি এসওপি-র খসড়া আদালতে জমা দেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Comment