Suvendu Adikari: বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি।
অধিবেশনে এই মুহূর্তে চড়ছে পারদ। এদিন সকাল থেকে বিভিন্ন ইস্য়ুতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। মুখিয়ে থাকেননি কেউই পাল্টা দিতে প্রস্তুত সকলে। আর তারই মাঝে ঘটে গেল আরেক ঘটনা। অধিবেশন তখন শেষের দিকে। সংবিধান দিবস পালনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। বিরোধী দলের বিধায়কদের দলবদল নিয়ে সরব হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, ‘যেসব বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছে, তাঁরা বাইরে তৃণমূল, ভিতরে বিজেপি। অধ্যক্ষ শব্দের খেলায় তাঁদের বিজেপি বিধায়ক বলে ভিতরে রেখে দিয়েছেন’।
এদিকে এই মন্তব্যের যখন তীব্র প্রতিবাদ জানান অধ্যক্ষ, তখন বিধায়ক শংকর ঘোষের পাশে দাঁড়ান খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী, নিজের আসনে বসে অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়েন বলে অভিযোগ। এরপরই বিধানসভায় শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাব গৃহীত করে অধ্যক্ষ বলেন, ‘বিরোধী দলনেতার আচরণ অত্যন্ত নিন্দনীয়’।