Home Latest News TMC-BJP- ১০০ দিনের কাজ নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদ দেবের

TMC-BJP- ১০০ দিনের কাজ নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদ দেবের

by Web Desk

TMC-BJP :

১০০ দিনের কাজ নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদ দেবের

১০০ দিনের কাজ তথা মনরেগা প্রকল্পে রাজ্যওয়াড়ি কত ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। মঙ্গলবার অভিনেতা-সাংসদ দেবের সেই প্রশ্নের লিখিত জবাব দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তাতে লেখা, গত দু’টি অর্থবর্ষে সারা দেশে যে ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, তাতে বাংলার সংখ্যা অনেক কম। তার চেয়ে অনেক বেশি সংখ্যায় জব কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে।

কুণাল ঘোষের বক্তব্য

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া খতিয়ান নিয়ে বিজেপির উদ্দেশে আক্রমণ শানিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বক্তব্য, ‘‘অবিলম্বে কুৎসা বন্ধ হোক।’’দেবের মূলত দু’টি প্রশ্ন ছিল। এক, কোন রাজ্যে কত জব কার্ড বাতিল হয়েছে? দুই, ভুয়ো জব কার্ড রুখতে কেন্দ্রীয় সরকার কি কোনও পদক্ষেপ করেছে? রাজ্যওয়াড়ি খতিয়ান দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী লিখিত ভাবে জানিয়েছেন, ‘‘ভুয়ো কার্ড বাতিল করা এবং আপডেট করা একটি নিরন্তর প্রক্রিয়া। রাজ্যগুলি সেই অনুশীলন চালাচ্ছে। ভুয়ো কার্ড রুখতেই আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে।’’

কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের পরিসংখ্যান

কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে, তাতে ২০২১-’২২ এবং ২০২২-’২৩ অর্থবর্ষে সারা দেশে ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে ১০ লক্ষ ৫০ হাজার ৪০১টি। তার মধ্যে সবচেয়ে বেশি ভুয়ো কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশে—তিন লক্ষ ৬৪ হাজার ৪০১টি। তার পরেই রয়েছে ওড়িশা— এক লক্ষ ৬৫ হাজার ১৫০টি। এর পর যথাক্রমে রয়েছে মধ্যপ্রদেশ এবং বিহার। দু’টি রাজ্যেই দু’বছরে এক লক্ষের বেশি ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। সেখানে বাংলার কি পরিস্থিতি? উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে গত দু’বছরে বাতিল হওয়া ভুয়ো জব কার্ডের সংখ্যা পাঁচ হাজার ৬৫১টি। বাংলার উপরে রয়েছে ঝাড়খণ্ড, রাজস্থান। ঝাড়খণ্ডে বাতিল হওয়া জব কার্ডের সংখ্যা ৯৪ হাজার ২০১টি। রাজস্থানে ৬০ হাজার ৪২৮টি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে

প্রসঙ্গত, অভিষেক-সহ তৃণমূলের নেতারা অনেক দিন ধরে দাবি করে গেছেন, ভুয়ো জব কার্ডের যে ‘গল্প’ বিজেপি বলছে, তা ভিত্তিহীন। টাকা  আটকানোর মানদণ্ড যদি ভুয়ো জব কার্ড হয়, তাহলে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের আগে টাকা বন্ধ হওয়া উচিত। অভিষেকের বক্তব্যে, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তদন্ত করে শাস্তি দেওয়া হোক। বিজেপির দাবি, শুধু ভুয়ো জব কার্ড নয়, আরও নানান অনিময়ের জন্য বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর এরই খতিয়ান নিয়ে লড়তে মাঠে নামছে তৃণমূল।

Related Articles

Leave a Comment