Home সংবাদসিটি টকস Ram Mandir Inauguration Holiday: রামমন্দির উদ্বোধনের ছুটি ঘোষণা দেশের বিভিন্ন রাজ্যে

Ram Mandir Inauguration Holiday: রামমন্দির উদ্বোধনের ছুটি ঘোষণা দেশের বিভিন্ন রাজ্যে

by Web Desk
Ram Mandir Inauguration Holiday: রামমন্দির উদ্বোধনের ছুটি ঘোষণা দেশের বিভিন্ন রাজ্যে

সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা

সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা। চলছে প্রস্তুতিপর্ব । পাশাপাশি শুরু হয়ে গিয়েছে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার আচারবিধি পালনও। রামমন্দির উদ্বোধনের ছুটি ঘোষণা করা হল, দেশের বিভিন্ন রাজ্যে। তালিকায় উত্তরপ্রদেশের পাশাপাশি রয়েছে আরও একাধিক রাজ্যের নাম।

সূত্রের খবর অনুযায়ী, ২২ জানুয়ারি সরকারি দফতর থেকে শুরু করে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন রামমন্দির উদ্বোধনের দিন ছত্তীশগঢ়ের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজ বন্ধ থাকবে। হরিয়ানা সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ২২ জানুয়ারি রাজ্যের কোনও জায়গায় মদ্যপান করা যাবে না। সে দিন রাজ্যের সমস্ত স্কুলেও ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছে সে রাজ্যের প্রশাসন।

মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম দিন ছিল প্রায়শ্চিত্ত

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে অনুষ্ঠানের যে তালিকা দেওয়া হয়েছে সেই অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম দিন ছিল প্রায়শ্চিত্ত এবং কর্ম-কোটি পুজো। বুধবার রামলালার মূর্তি শোভাযাত্রা করে সরযূ নদীর তীরে নিয়ে যাওয়া হবে। সেখানে অভিষেকের পরে মূর্তিটি ফিরিয়ে আনা হবে মন্দিরে।

সূত্রের খবর রবিবার পর্যন্ত বিভিন্ন ধরনের আচারবিধি পালনের পর সোমবার, ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিশু রামের (রামলালা) মূর্তি নিজের হাতে বহন করে এনে অযোধ্যার নতুন রামমন্দিরে প্রতিষ্ঠা করবেন এমনটাই জানা যাচ্ছে। নতুন রামমন্দিরের গর্ভগৃহে নয়া বিগ্রহের সঙ্গেই ঠাঁই পাবেন ‘পুরনো রামলালা’ও।

উল্লেখ্য রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরায় ঘিরে ফেলা হয়েছে রামমন্দির ও আশপাশের এলাকা। মোতায়েন রয়েছে উত্তরপ্রদেশের বিশেষ পুলিসবাহিনী। কড়া তল্লাশি না করে মন্দির এলাকায় কাউকেই ঢুকতেই দেওয়া হচ্ছে না। গোটা জেলাকে রেড জোন, ইয়েলো জোন ও অযোধ্যা জেলা- ৩ ভাগে ভাগ করা হয়েছে।

অযোধ্যা যাওয়ার সব রাস্তাকে গ্রিন করিডোর করা হয়েছে

এই মুহূর্তে অযোধ্যা যাওয়ার সব রাস্তাকে গ্রিন করিডোর করা হয়েছে। গোটা জেলা জুড়ে বসানো হয়েছে মোট ১০ হাজার সিসিটিভি। AI-তে চলবে এই সিসিটিভি। অযোধ্যার মধ্যে দিয়ে বয়ে চলা সরয়ূ নদীতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। নদীতে থাকবেন এনডিআরএফ ও এসডিআরএফ-এর কর্মীরা। naman aziz yoyo

Related Articles

Leave a Comment