Uttarakhand Tunnel Collapse : নির্মাণকার্য চলাকালীন ভেঙে পড়ে নির্মীয়মান সুড়ঙ্গ। ভোররাতে দুর্ঘটনা ঘটলে ভিতরেই আটকে পড়েন ৪১ জন শ্রমিক। ধীরে ধীরে এগিয়ে চলেছে উদ্ধারকারীদল। উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের আজ ১৩ দিন, শ্রমিকদের উদ্ধারে নিজেদের শেষটা দিতে প্রস্তুত উদ্ধারকারীরা। আটকে থাকা শ্রমিকদের আরও কাছে উদ্ধারকারীরা। গতকাল টানেলের মধ্যে থাকা লোহা ও ইস্পাতের টুকরো পাথর কাটার পথে বাধা সৃষ্টি করে। বুধবার রাতেই সুড়ঙ্গে প্রবেশ করেন এনডিআরএফ-এর ২১ জন উদ্ধারকারী। সুড়ঙ্গে বাইরে অপেক্ষা করছে অ্যাম্বুল্যান্স, প্রস্তুত অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প।
তৈরি হচ্ছে একাধিক বিকল্প পথ। সমান্তরালভাবে টানেল কেটে তৈরি বসানো হয়েছে একটি পাইপ। সেখানে ট্রলি ঢুকিয়ে, তার ওপর শুইয়ে বের করে আনার চেষ্টা করা হবে শ্রমিকদের। জোরকদমে চলছে উদ্ধারকার্য, উত্তরকাশীর সেই ভেঙে যাওয়া টানেলের সামনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহ। খতিয়ে দেখলেন উদ্ধারকার্যের পরিস্থিতি।
উত্তরকাশীর অন্ধকার সুড়ঙ্গে আটকে পড়া ৩ বাঙালি-সহ ৪১জনকে উদ্ধারের অপেক্ষা। ১০টির মধ্যে ঢোকানো হল ৯টি পাইপ। উদ্ধারকাজ চলছে ধীরগতিতে, ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ধস-বিধ্বস্ত টানেলের মধ্যে থাকা লোহা ও ইস্পাতের টুকরো পাথর কাটার পথে বাধা সৃষ্টি করছে। পাথর কাটতে আনা হয়েছে বিদেশি অগার মেশিন। এখন দেখার শেষ রক্ষা কিভাবে হয় ।