Home NEWSCURRENT AFFAIRS Weather Update – দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগামী সপ্তাহের মাঝামাঝিতে

Weather Update – দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগামী সপ্তাহের মাঝামাঝিতে

by Web Desk

Weather Update :

আরও একবার ঘূর্ণিঝড়ের আভাস কলকাতা-সহ আরও ১০টি জেলায়। হাওয়া অফিস সুত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া  নিম্নচাপ, যা ক্রমেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপ শনিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যার ফলে ঘূর্ণিঝড় আছড়ে পরতে পারে দক্ষিণবঙ্গ সহ আরও একাধিক জেলায়। জানা যাচ্ছে নিম্নচাপের গতিবেগ শেষ ঘণ্টায় ছিল ১৮ কিলোমিটার। শনিবার সকালে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল সাড়ে ৮টায় তার অবস্থান ছিল পুদুচেরি থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে, চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে, নেল্লোর থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, বাপাতলার ৬৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, মাছিলিপতনমের ৬৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে।

আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পর তা এগোবে উত্তর-পশ্চিম দিকে। ৪ ডিসেম্বর, সোমবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যভাগে পৌঁছবে। ৫ ডিসেম্বর, মঙ্গলবার দুপুর নাগাদ নেল্লোর এবং মাছিলিপত্তনমের মাঝখান দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রবেশে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের তরফে। স্থলভূমিতে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধ এবং বৃহস্পতিবার কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির আপাতত কোন সম্ভাবনা নেই।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

 

Related Articles

Leave a Comment