Home Latest News Weather Update – বাতাসে হালকা শীতের আমেজ, ২০ ডিগ্রির নিচে নামল পারদ

Weather Update – বাতাসে হালকা শীতের আমেজ, ২০ ডিগ্রির নিচে নামল পারদ

by Web Desk

Weather Update : বাতাসে হালকা হিমের পরশ কার না ভাল লাগে, তবে সেই শীতের আমেজ যদি বেড়ে হয় দ্বিগুণ তাহলে তো কথাই নেই। সপ্তাহান্তেও এই আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণ আন্দামান সাগরের কাছে নিম্নচাপ তৈরি হচ্ছে। যা সোমবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আশঙ্কা।

জগদ্ধাত্রী পুজোর পরই শহরে পারদ কমতে শুরু করে। মরশুমে এই প্রথম কলকাতার পারদ নেমেছে ২০ ডিগ্রির নিচে। বৃহস্পতিবার আলিপুরের তাপমাত্রা ১৯.১ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ শেষে শীতের আমেজ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার শহরে পারদ ১৯ ডিগ্রিতে নামতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে এই আমেজ বেশিদিনের জন্য নয়।

দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “২৬ নভেম্বর অর্থাৎ রবিবার দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও তা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে অবস্থিত। সেই সম্ভাব্য নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।” তবে কি এর প্রভাব পরতে পারে শীতের আমেজের ওপর তা অবশ্য স্পষ্ট করেনি হাওয়া অফিস।

উত্তরবঙ্গে শীতের শুরু । সেখানে কনকনে ঠাণ্ডা। যদিও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পারা পতন চলছে। পশ্চিমী জেলা পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বর্ধমান, বোলপুরে বেশ ভালো ঠান্ডা। ভোরে ঘন কুয়াশা থাকছে। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। বাঁকুড়ায় ১৬ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ আরও নিচে নামবে। পশ্চিমী জেলায় শীতের আমেজ থাকবে ভরপুর।

Related Articles

Leave a Comment