Home সংবাদসিটি টকস স্বাধীনতা দিবসে ভিডিও প্রকাশ করে কি কি প্রশ্ন তুললেন Abhishek Banerjee

স্বাধীনতা দিবসে ভিডিও প্রকাশ করে কি কি প্রশ্ন তুললেন Abhishek Banerjee

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলছে উদযাপন।  সেই উপলক্ষে একটি ভিডিও বার্তা প্রকাশ করে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা কি আদৌ স্বাধীন ভারতে বসবাস করছি? আমরা কি আদৌও স্বাধীন?’ এই সমস্ত প্রশ্ন তুলে কেন্দ্রকে নিশানা করেছেন অভিষেক।

ভিডিয়ো বার্তায় অভিষেক প্রশ্ন তোলেন, ‘আমরা কি সত্যি স্বাধীন দেশে রয়েছি? এখানে কি বাক স্বাধীনতা রয়েছে? প্রতিটি নাগরিক কি ক্ষুধার্ত থেকে মুক্ত? পর্যাপ্ত খাদ্যশস্য কি মজুদ রয়েছে? এরপরেই তাঁর প্রশ্ন আমরা কি সত্যি করে অমৃতকালে বসবাস করছি? যেখানে ভারতীয় মুদ্রার প্রতিদিন মূল্য কমে যাচ্ছে। পেট্রোল-ডিজেলের মূল্য বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে । তিনি বলেন, ‘এরকম ভারত গড়ার স্বপ্নই কি গান্ধীজী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভগত সিং দেখেছিলেন? এবিষয়ে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমরা এই ধরনের অমৃতকাল চাই না। যারা দিল্লি থেকে বসে আমাদের নির্দেশ দেবে আমাদের কী পরতে হবে, কী খেতে হবে, কোথায় যেতে হবে? আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চাই।

তিনি কেন্দ্রকে নিশানা করে বলেন, ‘আমরা কী খাব কাকে ভালোবাসব বা কার সঙ্গে কথা বলব? এটা দিলে যে বসে কেউ ঠিক করে দিতে পারে না। স্বাধীনভাবে জীবন কাটানো সম্পূর্ণ আমার সিদ্ধান্ত।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের খাবার আলাদা হলেও আমাদের কৃষকদের প্রতি অনুভূতি একই রয়েছে। ভাষা আলাদা হলেও টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতলে আমরা আনন্দিত হই।’ এই অবস্থায় দেশকে বাঁচানোর শপথ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন অভিষেক। যুবকদের বার্তা দিয়ে তিনি বলেন, ‘অনেক আদর্শ নিয়ে আলোচনা হয়েছে এখন কাজ করার সময় হয়েছে। আসুন আমরা বিদ্বেষ মুক্ত ভারত গড়ি।’

Topics

Abhishek Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment