মধুরা স্বামীনাথন কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালেন
সম্প্রতি ‘সবুজ বিপ্লবে’র জনক তথা কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথনকে (MS Swaminathan) ‘ভারতরত্ন’ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার স্বামীনাথনের মেয়ে মধুরা স্বামীনাথন কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালেন। মধুরার কথায়, কৃষকরা দেশের অন্নদাতা, তাঁদের সঙ্গে অপরাধীসুলভ আচরণ করা যায় না।
উল্লেখ্য কাল থেকেই কৃষক আন্দলনে উত্তাল পাঞ্জাব, হরিয়ানা লাগোয়া দিল্লির সীমানা। কৃষকরা ‘দিল্লি চলো’ ডাক দেওয়ার পরেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। আর সেই পরিস্থিতি বুঝেই হরিয়ানা সরকার লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে আন্দোলনকারীদের উপরে। এই ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার মধুরা কার্যত ক্ষোভ উগড়ে দেন। বলেন, “সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখেছি হরিয়ানায় কৃষকদের জন্য জেল তৈরি করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে। কৃষকদের ঠেকাতে সব ধরনের চেষ্টা চলছে। মনে রাখা দরকার, এঁরা কৃষক, অপরাধী নন। অন্নদাতাদের সঙ্গে কথা বলতে হবে।আমাদের সমস্যার সমাধন খুঁজতে হবে।’’
গত ৯ ফেব্রুয়ারি স্বামীনাথনকে ‘ভারতরত্ন’ হওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্র। সেই সূত্রেই দিল্লির পুসায় ‘ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI)-এর তরফে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে মধুরা বলেন, “এম এস স্বামীনাথন কৃষকদের জন্য চিন্তিত ছিলেন এটা ভেবে যে যাঁরা ফসল ফলান তারাই স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারেন না।” আরও বলেন, “আমি মনে করি, যদি এমএস স্বামীনাথনের সম্মান বজায় রাখতে হয় এবং ভবিষ্যতে এগিয়ে যেতে হয়, তা হলে আমাদের কৃষকদের সঙ্গে নিয়েই চলতে হবে।’’