Home NEWSCURRENT AFFAIRS Bengal Recruitment Case – তল্লাশি কী তবে শেষ? নাকি অনেক প্রশ্নের উত্তর এখনও অধরাই থেকে গেছে !

Bengal Recruitment Case – তল্লাশি কী তবে শেষ? নাকি অনেক প্রশ্নের উত্তর এখনও অধরাই থেকে গেছে !

by Web Desk

Bengal Recruitment Case : তল্লাশি কী শেষ, নাকি প্রশ্নের উত্তর এখনও মেলেনি। প্রায় চার ঘণ্টা তল্লাশি চলে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে। কিন্তু জিজ্ঞাসাবাদ এখনও শেষ হয়নি। এমনটাই বললেন বিধায়ক। সিবিআইয়ের সঙ্গে গাড়িতে উঠে চলে যায় দেবরাজ চক্রবর্তী যিনি বর্তমানে বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তাঁর বাড়িতে গিয়েছিল সিবিআই। দুপুর ১টা নাগাদ তারা বাড়ি থেকে বেড়িয়ে যায় সঙ্গে যান দেবরাজও। কোথায় যাচ্ছেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘তল্লাশি শেষ হওয়ার পর যা বলার বলব আমি।’’

সূত্রের খবর, দেবরাজের যে বাড়িতে সিবিআই তল্লাশি চালাতে গিয়েছে সেটি সম্ভবত কীর্তন শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সীর গানের স্টুডিও। শ্যামনগরের জিএনএস সরণীতে ওই স্টুডিও রয়েছে একটি ফ্ল্যাটবাড়ির ভিতরে।

২০১৫ সাল থেকে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ। তবে সেই সময় তিনি তৃণমূল ছেড়ে সাময়িক ভাবে কংগ্রেসেও যোগ দেয়। পরে আবার তৃণমূলেই ফিরে আসেন। রাজনৈতিক মহলে তাঁকে অনেকেই চেনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে।

Related Articles

Leave a Comment