Home সংবাদসিটি টকস মুক্তি পেল ‘বল্লভপুরের রূপকথা’র টিজার

মুক্তি পেল ‘বল্লভপুরের রূপকথা’র টিজার

শনিবার প্রকাশ্যে এল 'বল্লভপুরের রূপকথা'র টিজার। প্রথম দিনেই ছবির টিজার নজর কেড়েছে দর্শকের। ভৌতিক ব্যঙ্গাত্মক ঘরানার এই ছবির পরিচালনায় স্বয়ং অনির্বাণ ভট্টাচার্য

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শনিবার প্রকাশ্যে এল ‘বল্লভপুরের রূপকথা’র টিজার। প্রথম দিনেই ছবির টিজার নজর কেড়েছে দর্শকের। ভৌতিক ব্যঙ্গাত্মক ঘরানার এই ছবির পরিচালনায় স্বয়ং অনির্বাণ ভট্টাচার্য। ‘মন্দার’ ওয়েব সিরিজের পর এবার বড় পর্দায় সিনেমা তৈরিতে অনির্বাণ।

SVF-এর প্রযোজনায় এই ‘ভৌতিক ব্যঙ্গাত্মক’ ছবি মুক্তি পাবে ২০২২ সালের কালী পুজোয়। ছবিতে অবশ্যই রয়েছে গা ছমছমে একটা ব্যাপার। ভূতুড়ে কাণ্ডকারখানার ঘনঘটার মাঝেই কোথাও গিয়ে একটা ব্যাঙ্গের ছোঁয়াও মিলবে। টিজারে ভূতুড়ে বাড়ি, অন্ধকার, নিস্তব্ধতা, গা ছমছমে ব্যাপার রয়েছে। বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আভাসও রয়েছে। তবে বারবার একটা নামই উঠে এল, ‘রঘু দা’।

‘বল্লভপুরের রূপকথা’ লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য নিজেই, সঙ্গী তাঁর ঘনিষ্ঠ প্রতীক দত্ত। সিনেম্যাটোগ্রাফি করবেন সৌমিক হালদার। ছবিটি বাদল সরকারের অত্যন্ত জনপ্রিয় ‘বল্লভপুরের রূপকথা’ নাটকের ওপর ভিত্তি করে তৈরি হবে।

Topics

Bengali Film Tollywood Celebrity Entertainment Kolkata

Related Articles

Leave a Comment