Home সংবাদসিটি টকস একই ঘরে উদ্ধার বাবা-মা ও ইঞ্জিনিয়ার ছেলের ঝুলন্ত দেহ, জোকায় চাঞ্চল্য

একই ঘরে উদ্ধার বাবা-মা ও ইঞ্জিনিয়ার ছেলের ঝুলন্ত দেহ, জোকায় চাঞ্চল্য

by Kolkata Today

কলকাতা, ১০ ফেব্রুয়ারি: দক্ষিণ কলকাতার জোকায় একটি বাড়িতে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। খুন নাকি আত্মহত্যা? উঠছে প্রশ্ন। তিনটি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে জোকার মণ্ডলপাড়ায়। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে ওই বাড়িটি থেকে কারও সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনও আওয়াজ পাননি। তখনই সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। ঠাকুরপুকুর থানার পুলিশ এসে বাড়িতে ঢোকেন। গোটা বাড়ি তল্লাশি করতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য।

ছাদের পাশের একটি ঘরে সিলিং থেকে ঝুলছে বাবা-মা ও ছেলের মৃতদেহ। মৃতরা হলেন চন্দ্রব্রত মণ্ডল (৫৭), মায়ারানি মণ্ডল (৪৫) ও সুপ্রিয় মণ্ডল (২২)। এমন দৃশ্য দেখে হতভম্ব এলাকার বাসিন্দারাও। দেহ তিনটি নামিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়।

জানা যায় গৃহকর্তা চন্দ্রব্রত মণ্ডল বিধানসভায় গ্রুপ ডি কর্মী ছিলেন। ছেলে সুপ্রিয় মণ্ডল ইঞ্জিনিয়ার ভিনরাজ্যের চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন। সুপ্রিয়র পাখির ব্যবসা সম্প্রতি মার খেয়েছে।

জানা গিয়েছে, চন্দ্রব্রতবাবু প্রচুর টাকা ঋণ নিয়ে দেনার দায়ে ডুবে গিয়েছিলেন। তাই পুলিশের অনুমান এটা পরিকল্পিত আত্মহত্যা। রীতিমতো পরিকল্পনা করেই সপরিবারে আত্মহত্যা করেছেন তিনজন।

Related Articles

Leave a Comment