Home রাজনৈতিক গেরুয়া ঝড় তুলতে রাজ্যে প্রায় এক ডজন সভা মোদীর

গেরুয়া ঝড় তুলতে রাজ্যে প্রায় এক ডজন সভা মোদীর

by Kolkata Today

কলকাতা টুডে: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। ২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড় তুলতে, কমপক্ষে এক ডজন সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্য বিজেপি সূত্রে খবর, বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই রাজ্যে গেরুয়া ঝড় তুলতে আসরে নামছেন প্রধানমন্ত্রী। একের পর এক রাজনৈতিক সভা হবে তাঁর। ভোট ঘোষণা হওয়ার পরে তো বটেই তার আগেই রাজ্যে কার্যত ভোটের প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদি।

আগামী সোমবার ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ণ মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সেদিন, তিনি ডানকুনিতে বিজেপির রাজনৈতিক সভায় যোগ দেবেন। এছাড়াও আগামী ২৮ ফেব্রুয়ারিও রাজ্যে আসার কথা নরেন্দ্র মোদির। সেসময় তিনি সভা করতে পারেন তমলুক অথবা জলপাইগুড়িতে। এছাড়াও আগামী ৭ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজেপির পরিকল্পনা অনুযায়ী আগামী আড়াই-তিন মাসে রাজ্যে কম করে ১২টি সভা করবেন মোদি। এছাড়াও দফায় দফায় রাজ্যে আসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। আগামী ২৫ ফেব্রুয়ারি ফের বাংলায় আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।

Related Articles

Leave a Comment