Home খেলাধুলাক্রিকেট দাদার আরোগ্য কামনায় কোহলি, রাহানেরা

দাদার আরোগ্য কামনায় কোহলি, রাহানেরা

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ নববর্ষের দ্বিতীয় দিনেই দুশ্চিন্তার কালো মেঘ ক্রিকেটমহলে। বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। আচমকা এই খবরে খবরে হতচকিত দেশ। দেশ জুড়ে সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেটার, সৌরভের প্রাক্তন সতীর্থ, বোর্ড কর্তা সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিসিসিআই সচিব জয় শাহ ফোন করেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। সৌরভ ভাল আছেন জানার পর উদ্বেগ কাটে। পরে বিসিসিআই সচিব টুইট করে প্রেসিডেন্ট সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। ভারত অধিনায়ক বিরাট কোহালি টুইটারে উদ্বেগ প্রকাশ করেন।কিং কোহালি তাঁর প্রিয় দাদার দ্রুত আরোগ্য কামনা করে টুইটারে লিখেছেন, ‘তোমার দ্রুত সুস্থতা কামনা করি। দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ অস্ট্রেলিয়া থেকে টুইটবার্তায় প্রিয় দাদার সুস্থতা কামনা করে টুইট করেন আজিঙ্ক রাহানে। লেখেন, ‘দাদার দ্রুত আরোগ্য কামনা করছি। প্রার্থনা করছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’

তবে শুধু বিরাট নন, তাঁর প্রিয় ‘দাদি’-র জন্য অস্ট্রেলিয়ায় বসে টুইট করেন বাংলার ঋদ্ধিমান সাহা। পাপালি লিখলেন, ‘দাদি অসুস্থ। খবরটা পেয়ে অবাক হয়ে গিয়েছি। তোমার সুস্থতা কামনা করি।’ বিরাট ও ঋদ্ধির মত একইরকম অবাক হয়েছেন স্পিডস্টার মহম্মদ শামি। টিম ইন্ডিয়ার পেসার টুইটারে লেখেন, ‘গেট ওয়েল সুন দাদা।’

টুইট করে সৌরভের আরোগ্য কামনা করেন শিখর ধাওয়ান, মিতালি রাজ, অনিল কুম্বলে, কুলদীপ যাদবরাও। সৌরভের আরোগ্য কামনায় টুইট করেন মাইকেল ভন, ওয়াকার ইউনিসরা।

Related Articles

Leave a Comment