Home বিনোদন না ফেরার দেশে ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

না ফেরার দেশে ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:প্রয়াত কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়।ধীরে ধীরে উঠছিলেন সেড়ে। তবে মঙ্গলবার ফের তাঁর অবনতি ঘটে। তাঁকে ফের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।  তবে শেষ রক্ষা হল না। না ফেরার দেশে সন্ধ্যা মুখোপাধ্যায়।

২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই প্রবীন শিল্পী। প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপর যখন করোনা রিপোর্ট পজিটিভ আসে তখন স্থানান্তরিত করা হয় অ্যাপোলোতে।

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার আগে থেকে তাঁকে কিছু জানায়নি। তাছাড়া, ফোনে যেভাবে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে কিংবদন্তী শিল্পীর কাছে, সেটা তাঁর কাছে যথেষ্ট অপমানজনক ঠেকেছিল বলেই তিনি জানিয়েছিলেন। ক্লাসিক্যাল সঙ্গীতের পাশাপাশি ফিল্মি দুনিয়াতেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানের সংখ্যা নেহাত কম নয়। একসময়ে বলিউডেও চুটিয়ে গান গেয়েছেন তিনি।

Topics

Sandhya Mukherjee Legendary Singer Bengali Songs Entertainment Kolkata

Related Articles