Home বিনোদনচলচ্চিত্র Ati Uttam Srijit Mukherji: ৪২ বছর পর পর্দায় ফিরছেন ‘মহানায়ক’

Ati Uttam Srijit Mukherji: ৪২ বছর পর পর্দায় ফিরছেন ‘মহানায়ক’

by Web Desk
Ati Uttam Srijit Mukherji: ৪২ বছর পর পর্দায় ফিরছেন 'মহানায়ক'

পুনরায় বড়পর্দায় মহানায়ক উত্তমকুমার। এবারও সেই মন ভোলানো হাসি নিয়ে হাজির তিনি। সেই হাসি, যা এখনও সবার হৃদয় জয় করে রেখেছে । এই বার, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি চলচ্চিত্রে, উত্তমকুমার তার একটি প্রেমের গুরুত্বপূর্ণ টিপস দিতে আসছেন। যদি উত্তমকুমার হঠাৎ আপনার সামনে আসেন এবং প্রেমের টিপস দেন, তাহলে এটি কতটা মনোহর হতে পারে!
সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, “এই ছবিতে একটি চরিত্রতে দেখা যাবে উত্তমকুমারকে। তিনি মহানায়ক হয়ে এক ভক্তর কাছে আসেন, যার জীবনে প্রেম আসলে একটি সমস্যা তৈরি করেছে। উত্তমকুমার তার সমস্যা সমাধান করে দেন।

এই ছবিতে ভিএফএক্স-এর দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

এই ছবিটি লিখতে তিন বছর সময় লেগেছে সৃজিতের। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য এটাই প্রথম সিনেমা হতে চলেছে । পাশপাশি উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যাবে এই সিনেমায়। এছাড়া লাবণি সরকার, শুভাশিস মুখোপাধ্যায়কেও দেখা যাবে এই ছবিতে। আগামী মাসেই এই মুক্তি পাবে এই ছবি। এখন দর্শক আরও একবার উত্তম কুমার কে দেখতে কতটা আগ্রহী।

Related Articles

Leave a Comment