Home জীবনধারাস্বাস্থ্য রাজ্যে পৌঁছল করোনা টিকা কোভিশিল্ডের প্রায় ৭ লক্ষ ডোজ

রাজ্যে পৌঁছল করোনা টিকা কোভিশিল্ডের প্রায় ৭ লক্ষ ডোজ

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ প্রতীক্ষার অবসান। রাজ্যে পৌঁছে গেল করোনার টিকা। মঙ্গলবার পুণে থেকে স্পাইসজেটের বিশেষ কার্গো বিমানে নিয়ে আসা হয় কোভিশিল্ডের প্রায় ৭ লক্ষ ডোজ। দুপুর পৌনে ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে কার্গো বিমানটি। জানা গেল এখন ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ এল বাংলায়।

বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা ছিল ইনসুলেটেড ভ্যান। সেই টিকা ইনসুলেটেড ভ্যানে করে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়। সেখানেই কঠোর নিরাপত্তার ঘেরাটোপে থাকবে টিকা। এই মেডিক্যাল স্টোর থেকেই বিভিন্ন জেলার প্রায় সাড়ে ন’শো কেন্দ্রে সরবরাহ করা হবে টিকার ডোজ।

আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। টিকা নিয়ে দেশ জুড়ে যেমন প্রত্যাশার পারদ চড়ছে। তেমনই এই রাজ্যেও টিকা নিয়ে উৎসাহের অন্ত নেই।

প্রশাসন সূত্রে খবর, প্রথমে চিকিৎসক ও সমস্ত স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তার পরে টিকা দেওয়া হবে পুলিশকর্মীদের।

Related Articles

Leave a Comment