Home সংবাদসিটি টকস করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী: দেশে আক্রান্ত প্রায় ৮০০ 

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী: দেশে আক্রান্ত প্রায় ৮০০ 

by Web Desk
Latest COVID Update

এক দিনে দেশে কোভিডে আক্রান্ত প্রায় ৮০০

এক দিনে দেশে কোভিডে আক্রান্ত প্রায় ৮০০  । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯৮ জনের দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এই মুহূর্তে মোট করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৪,০৯১ জন। জানা যাচ্ছে এক দিনে পাঁচ জনের মৃত্যুও হয়েছে করোনায়। তাঁদের মধ্যে দু’জন কেরলের বাসিন্দা। এ ছাড়া, আরও বেশ কয়েকটি জায়গায় যেমন মহারাষ্ট্র, পুদুচেরি এবং তামিলনাড়ু থেকে একজন করে বৃহস্পতিবার করোনার কারণে মারা গিয়েছেন।

করোনার নতুন উপরূপ জেএন.১ এবার ভারতেও।  বিশ্ব জুড়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে এই উপরূপ। এই মুহূর্তে ওই উপরূপ রয়েছে দেশের মোট ১৫৭ জন করোনা রোগীর শরীরে। এই উপরূপের সংখ্যা ছাড়িয়েছে কেরলে।

জেএন.১-যুক্ত রোগীর সংখ্যা ৭৮ জন

দক্ষিণের ওই রাজ্যে মোট জেএন.১-যুক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। এ ছাড়া, গুজরাতে ৩৪, গোয়ায় ১৮, কর্নাটকে আট, মহারাষ্ট্রে সাত, রাজস্থানে পাঁচ, তামিলনাড়ুতে চার, তেলঙ্গানায় দুই এবং দিল্লিতে এক জনের শরীরে উপরূপটি পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গে এখনও কারও দেহে জেএন.১- এর দেখে মেলেনি এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।

দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী

শীতের মরসুমে গত কয়েক সপ্তাহে দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বিভিন্ন রাজ্যে ধারাবাহিক ভাবে সংক্রমণ বেড়েছে। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে  কেরল এবং কর্নাটক। গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ুও খুব একটা পিছিয়ে নেই। করোনার উপরূপ জেএন.১-এর হদিস প্রথম মেলে কেরলে।

গত সেপ্টেম্বরে আমেরিকায় প্রথম জেএন.১-এর উপস্থিতি টের পাওয়া গিয়েছিল। তার পর থেকে একে একে ইউরোপের দেশগুলিতেও করোনার নতুন উপরূপ ছড়িয়ে পড়ে। তবে এখনও এই উপরূপে মৃত্যুর খবর মেলেনি।

Related Articles

Leave a Comment