Home সংবাদসিটি টকস সিবিআইয়ের হাতে গ্রেফতার রোজভ্যালি কর্তার স্ত্রী শুভ্রা কুণ্ডু

সিবিআইয়ের হাতে গ্রেফতার রোজভ্যালি কর্তার স্ত্রী শুভ্রা কুণ্ডু

by Kolkata Today

কলকাতা, ১৫ জানুয়ারি: রোজভ্যালি কাণ্ডে এবার সিবিআই গ্রেফতার করল শুভ্রা কুন্ডুকে। তিনি রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী। শুক্রবার বিকেলে তাঁকে গ্রেফতার করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে। তার আগে তাঁকে সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেখানে শুভ্রা বহু প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ। জানা গিয়েছে, খুব শীঘ্রই শুভ্রাকে ভুবনেশ্বরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হবে।

ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। ২০১৫ সাল থেকে জেলে তিনি। এই মামলায় শুভ্রা মুখ খুললে আরও অনেক প্রভাবশালীর নাম বেরিয়ে আসতে পারে বলে মনে করছে সিবিআই।

গৌতম কুণ্ডু জেলে যাওয়ার পর রোজভ্যালির ‘চাবির গোছা’ শুভ্রার হাতে ওঠে। এমনকি যে ‘অদ্রিজা’ দোকানের আড়ালে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই তারও দেখভাল করতেন শুভ্রা।

এমনকি সেই সময় তদন্তের দায়িত্বে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অন্যতম কর্তা মনোজ কুমারের সঙ্গেও শুভ্রার নাম জড়িয়ে যায়। অভিযোগ ওঠে, শুভ্রার কাছ কাছ থেকে সুবিধা নিয়ে তদন্তের মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শুভ্রা কুণ্ডু।

Related Articles

Leave a Comment