Home বিনোদন সুরের সরস্বতী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক বার্তা রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর

সুরের সরস্বতী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক বার্তা রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শোকস্তব্ধ সুরের দুনিয়া। ৯২ বছর বয়সে থেমে গেল সুরেলা পথ চলা। সুরের জগতকে চিরবিদায় জানালেন লতা মঙ্গেশকর । সুরের সরস্বতীর প্রয়াণে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সঙ্গীত জগত।

লতা মঙ্গেশকরের প্রথম নাম হেমা। ১৯২৮ সালের ২৮ সেপ্টেম্বর মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন লতা। একটি পত্রিকার খবর অনুযায়ী তার বাবার নাম দীননাথ মঙ্গেশকর, যিনি একজন নাট্য অভিনেতা ও গায়ক ছিলেন। আগের নাম হেমা থাকলেও বাবার “ভাব বন্ধন” নাটকে “লতিকার” চরিত্রে প্রভাবিত হয়ে হেমার নাম বদল করে রাখা হয় লতা।

লতা ১৯৪৪ সালে মারাঠি ছবি ‘কিটি হাসাল’ এর জন্য প্রথম গান গেয়েছিলেন। তার আগে মঞ্চে উপস্থিতি দেখা যেত লতা মঙ্গেশকরের। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।  ১৯৮৯ সালে ভারত সরকার তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। লতা মঙ্গেশকরের  অবদানের জন্য ২০০১ সালে তাঁর হাতে তুলে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন, এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।

পাঁচ ভাই বোনের মধ্যে লতা মঙ্গেশকরই ছিলেন সব থেকে বড়।লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর  মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন।

এদিন টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।’

মোদী আরও লেখেন, ‘লতা দিদির গান বিভিন্ন ধরনের আবেগকে প্রকাশ করেছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তন ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন। চলচ্চিত্রের বাইরে তিনি সর্বদা ভারতের বৃদ্ধি সম্পর্কে উত্সাহী ছিলেন। তিনি সবসময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন।’

প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সাথে আমার আলাপচারিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ নাগরিকদের সাথে শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।’

শোকপ্রকাশ করে টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, ‘লতা মঙ্গেশকরের মতো শিল্পী শতাব্দীতে একবারই জন্মায়, একজন ব্যতিক্রমী মানুষ যেমনটি আমি তাঁর সঙ্গে দেখা করে পেয়েছি। তাঁর কণ্ঠ চিরকালের জন্য বন্ধ হলেও তাঁর সুর অমর হয়ে থাকবে। তাঁর পরিবারকে এবং সমস্ত ভক্তদের প্রতি সমবেদনা জানাই’।

 

Topics

Lata Mangeshkar Singer Bollywood Celebrity Entertainment Kolkata

Related Articles