Home খেলাধুলাক্রিকেট সৌরভকে ফোন করে দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী

সৌরভকে ফোন করে দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে এখন অনেকটাই ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁকে দেখতে ভিভিআইপি-দের ভিড় লেগেই রয়েছে হাসপাতালে। তার মধ্যেই রবিবার সন্ধ্যায় এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন। সৌরভের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, মোদী ফোন করে মহারাজের স্বাস্থ্যের খোঁজ নেন। একই সঙ্গে সৌরভের চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেন। চিকিৎসার প্রয়োজনে দিল্লি বা অন্য দেশে যাওয়ার দরকার হলে সেটা করতেও কেন্দ্র সহায়তা করবে বলে সৌরভকে মোদী আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

 

 

বিসিসিআই প্রেসিডেন্ট তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শনিবার থেকেই বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও হাসপাতালে ফোন করে খোঁজ খবর নেন।

বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় শনিবার জানান, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। দরকার হলে সৌরভকে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী চাইছেন, সৌরভের জন্য ভাল চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে হবে। ভাল কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হলে তারও ব্যবস্থা করা হবে।’

অমিত শাহর পাশাপাশি তাঁর পুত্র তথা বিসিসিআই সচিব জয় শাহ সৌরভকে দিল্লি বা মুম্বইতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানা যায়।

Related Articles

Leave a Comment