কলকাতা টুডে ব্যুরো:চরমে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট। একনাথ শিন্ডেকে বহিষ্কার করল। বিধানসভা থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে শিবসেনা। সকাল থেকে একনাথ শিন্ডে সহ ২৬ জন বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায় গুজরাতের সুরাটে একটি রিসর্টে রয়েছেন তিনি। সেখানে আরও ২৬ জন বিধায়ককেও রাখা হয়েছে।
সোমবার মহারাষ্ট্রে বিধান পরিষদ ভোটে জোরালো ধাক্কা খেয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকার৷ তার পরেই রাজ্যের মন্ত্রী সহ এগারো জন শিবসেনা বিধায়ক এ ভাবে দলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল।
উল্লেখ্য, বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্র ভোটে লড়েছিল শিব সেনা। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টানাপোড়েনের জেরে জোট ভাঙে উদ্ধব ঠাকরের দল। তাঁকেই মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে সরকার গড়ে শিব সেনা, কংগ্রেস এবং এনসিপি। তবে সরকার গড়তে না পেরেও মাটি ছাড়েনি বিজেপিও।
আরও পড়ুনঃ আনিস খান মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট
তার প্রমাণ মেলে সদ্য সমাপ্ত বিধান পরিষদ নির্বাচনে। ১০টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পায় বিজেপি। বাকি ৫টিতে জিতেছিলেন বিরোধী জোটের প্রার্থীরা। এমনকী, রাজ্যসভা ভোটেও চমক দিয়েছিল বিজেপি। এবার মহারাষ্ট্রে সরকারে ভাঙনের ভয় ধরাল পদ্মশিবির।