কলকাতা টুডে ব্যুরো: অবশেষে হতে চলেছে GTA নির্বাচন। ২৬ জুন নির্বাচন। ২৯ জুন হবে ভোট গণনা। এমনকী, এই নির্বাচন নিয়ে সর্বদল বৈঠকও হয়ে গেল দার্জিলিংয়ে জেলাশাসকের দফতরে।
এদিন এমনটাই ঘোষণা করলেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন। সাংবাদিক বৈঠকে তিনি জানান, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ওরফে জিটিএ-এর নির্বাচন হবে আগামী ২৬শে জুন।
২০১৭ সালে পাহাড়ে অশান্তির পর থেকে জিটিএ-র কাজ থমকে ছিল। তখন জিটিএ-র চেয়ারম্যান ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। ওই সময়ে এক পুলিশ অফিসারের গুলিতে খুন হওয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিমল। দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন। পরে জিটিএ ভেঙে দেওয়া হয়।
আরও পড়ুনঃ নন্দীগ্রামের শুভেন্দুর অফিসে পুলিশের তল্লাশি, মুখ্যসচিবকে তলব রাজ্যপালের
পরবর্তীকালে বিমল গুরুংয়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। তাঁর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বিজেপির। পাহাড়ে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয় গত বিধানসভা ভোটের সময়। বিমল গুরুং পরিষ্কার জানিয়ে দেন, বিজেপি গোর্খা ল্যান্ড ইস্যুতে পাহাড়বাসীর সঙ্গে প্রতারণা করেছে। তিনি তৃণমূলের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দেয়। এরপরই মুখ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব জিটিএ-র ভোট করতে হবে।