গোলাপের রঙ লাল, আবার ভায়োলেট নী,এমনই কি হয় ভালবাসার রঙ।
গোলাপের রঙ লাল, আবার ভায়োলেট নীল, এমনই হয় ভালবাসার রঙ। সত্যিই কি ভালবাসার কোন রঙ হয়? আজ রোজ ডে। ভ্যালেন্টাইনস উইক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দম্পতিরা বা প্রেমিক প্রেমিকারা যখন একে অপরেরে মধ্যে গোলাপের তোড়া বিনিময় করে, সিঙ্গেলরা তখন তাদের দুঃখের বার্তা সোশ্যাল মিডিয়ার শেয়ার করে । এমনই কিছু তথ্য ইতিমধ্যেই আমরা দেখতে পাই। তবে কেউ কেউ আবার এই বিশেষ ভাবেও পালন করে চলেছে, তাদের মতে প্রেম নেই তো কি হয়েছে, নিজের জন্যেও এক গুচ্ছ ফুল তো আনাই যায়। তাতে ভালবাসার মানুষকে কাছে থাকতে হবে এমন কোন কথা নেই।
আজকের দিনে সকলেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু না কিছু পোস্ট করতেই থাকে। সিঙ্গেলদের জন্য, রোজ ডে তে রোমান্টিক অফুরন্ত ফিডের মাধ্যমে স্ক্রোল করার জন্য একাধিক ছবি এবং মেম শেয়ার করা হয়। প্রেমের প্রতীক – গোলাপের সাথে। এটি একটি হোক বা অনেকগুলো। প্রতিটি তোড়া, প্রতিটি ফুল প্রেম, প্রশংসা এবং প্রশংসার বার্তা বহন করে।আবার এর পাশপাশি আজকের দিনে, দম্পতিরা রোমান্টিক ডিনার এবং এমনকি চাঁদের আলোর নীচে নিজের সময় কাটাতেও বেশ ভালবাসেন।
কিন্তু ভুললে চলবেনা যে আজকের দিনে শুধু ভালবাসার মানুষকেই গোলাপ নয়। গোলাপ দিতে হবে সেই সকল মানুষকে যারা আপনার পাশে আছে, প্রতিদিন আপনাকে স্মরণ করছে।