Home বিনোদনবলিউড Kangana Ranaut: পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করতে চাননা কঙ্গনা রানাউত

Kangana Ranaut: পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করতে চাননা কঙ্গনা রানাউত

by Web Desk
Kangana Ranaut:পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করতে চাননা কঙ্গনা রানাউত

ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’

আমরা সকলেই জানি গত বছরের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’। আর তাতে রণবীর কাপুরের যতটা অবদান রয়েছে ঠিক ততটাই অবদান পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার। কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে একটি চাঞ্চল্যকর খবর, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করতে চাননা কঙ্গনা রানাউত ।

তাও আবার পরিচালকের ভালোর কথা চিন্তা করে! কঙ্গনার কেরিয়ারে হিট লিস্ট সেভাবে নেই বললেই চলে। গত বছর ‘তেজস’ সিনেমায় অভিনয় করেছিলেন। কিন্তু বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, কঙ্গনা ‘অ্যানিম্যাল’-এর সমালোচনা করেছেন তাতে কোনও খারাপ লাগা নেই। বরং তিনি কঙ্গনার অভিনয় দেখেছেন এবং তাঁকে খুবই পছন্দ করেন। যদি কঙ্গনার উপযুক্ত কোনও চরিত্র থাকে তাহলে অবশ্যই তাঁকে অভিনয়ের প্রস্তাব দেবেন।

সন্দীপের সাক্ষাৎকারের সেই অংশ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়

সন্দীপের সাক্ষাৎকারের সেই অংশ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর সেই ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে কঙ্গনা লেখেন, “পর্যালোচনা এবং সমালোচনা এক নয়, প্রতিটি শিল্পেরই পর্যালোচনা ও আলোচনা হওয়া উচিত, এটি একটি স্বাভাবিক বিষয়। আমার রিভিউ দেখে সন্দীপজি যেভাবে হাসিমুখে আমাকে সম্মান জানিয়েছেন, তাতে বলা যেতে পারে যে তিনি শুধু পুরুষালি দাপটের সিনেমাই তৈরি করেন না, তাঁর চিন্তাভাবনাও পুরুষালি, ধন্যবাদ স্যার।”

তিনি আরও লেখেন, “কিন্তু দয়া করে আমাকে কখনো কোনও ভূমিকা দেবেন না অন্যথায় আপনার আলফা পুরুষ নায়করা নারীবাদী হয়ে উঠবে এবং তার পর আপনার সিনেমা গুলোও মার খাবে, আপনি ব্লকবাস্টার বানাবেন, চলচ্চিত্র শিল্পের আপনার প্রয়োজন।”

কঙ্গনার এই পোস্ট কে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে উঠেছে। কঙ্গনা এবং সন্দীপের পোস্ট। আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে।

Related Articles

Leave a Comment