Home সংবাদসিটি টকস ‘পুজোর আগেই চাকরি দিন’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘পুজোর আগেই চাকরি দিন’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

পুজোর আগেই যোগ্যপ্রার্থীদের চাকরির দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী কম নম্বর পেয়েও চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজোর আগেই যোগ্যপ্রার্থীদের চাকরির দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী কম নম্বর পেয়েও চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতার নিয়োগ খারিজ করে ববিতাকে ওই পদে চাকরি দেওয়া হয়েছিল। এবার আরও এক চাকরিপ্রার্থী প্রিয়াঙ্কা সাউয়ের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা। প্রিয়ঙ্কার থেকে কম নম্বর পাওয়া এক ব্যক্তিকে এসএসসি চাকরি দিয়েছিল বলে অভিযোগ। প্রিয়ঙ্কা সাউয়ের মামলাটি উঠেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। আদালতের মন্তব্য, “পুজোর আগেই চাকরি দিন। এঁরা বহুদিন বসে আছে। ” বিচারপতি কমিশনের আইনজীবীকে বলেন, আজই আবেদনকারী ও তাঁর আইনজীবীকে নিয়ে বৈঠক করে আদালতকে পরবর্তী সপ্তাহে একটি রিপোর্ট দিতে।

শুক্রবার বিকেলে এই অর্ডার সমেত SSC-তে যাবেন মামলাকারী। শুক্রবারই বিকেল ৫ টায় কমিশনের অফিসে প্রিয়াঙ্কা সাউ ও তাঁর আইনজীবীর সঙ্গে বৈঠক করতে হবে। এই বৈঠকের সিদ্ধান্ত বুধবারের মধ্যে আবেদনকারীকে জানাতে হবে চেয়ারম্যানকে। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার দুপুর ২ টোয়।

জানা গিয়েছে, ২০১৭ সালের মেধাতালিকা অনুযায়ী মূলত মহিলা ক্যাটেগরিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর নম্বরের থেকে অন্যদের নম্বর বেশি থাকায় তাঁকে নম্বর দেওয়া সম্ভব হয়নি। তাই তাঁর নাম ছিল ওয়েটিং লিস্টে। এদিকে পরবর্তী সময়ে দেখা যায়, প্রিয়ঙ্কা সাউয়ের নাম ওয়েটিং লিস্টে থাকলেও, অন্যদের নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “আদালত মনে করছে এই নিয়োগের যৌক্তিকতা আছে।” তাই বিচারপতি কমিশনের আইনজীবীকে বলেন, আজই আবেদনকারী ও তাঁর আইনজীবীকে নিয়ে বৈঠক করে আদালতকে পরবর্তী সপ্তাহে রিপোর্ট দিতে। বিচারপতির প্রস্তাবে কমিশন সময় চাইলে বিচারপতির মন্তব্য, “পুজোর আগে চাকরি দিন। এঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছে।” সঙ্গে তাঁর আরও মন্তব্য, তিনি সমস্ত নথি খতিয়ে দেখছেন। কমিশন যাই রিপোর্ট দিক, পরবর্তী শুনানির দিন প্রিয়াঙ্কা সাউ-এর চাকরি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

Topics

High Court Schools Education Administration Kolkata

Related Articles

Leave a Comment