কলকাতা টুডে ব্যুরো: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ইতিমধ্যে সেই দুর্নীতি মামলায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেই মামলায় CBI-এর রিপোর্ট দেখে এবার বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট পেশ করে CBI। সেই রিপোর্ট দেখে কার্যত স্তম্ভিত তিনি।
গ্রুপ ডি দুর্নীতি মামলায় বিচারপতি এ দিন সিবিআইকে ডেকে পাঠান। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাশে দুর্নীতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করে সিবিআই। বৃহস্পতিবার সেই রিপোর্টই পেশ করা হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর ঘরে। সেই রিপোর্ট দেখে বিচারপতি বলেন, ‘এটা তো কিছুই নয়। হিমশৈলের চূড়ামাত্র। এরা শিক্ষক! এরা সমাজকে তৈরি করেন?’তাঁর কথায় এ ভাবে চাকরি পাওয়ায় গোটা সমাজের বিশ্বাসকে নষ্ট করা হয়েছে। তিনি বলেন, ‘আগামী সময়ে ছাত্ররা প্রশ্ন করবে, আপনার কী যোগ্যতা? আদালত সব জঞ্জালকে আগে সরাবে।’ বেআইনিভাবে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের অবিলম্বে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারপরই বিচারপতি বিশ্বজিৎ বসুর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বিচারপতি বসুর মতে, যাঁরা দোষী তাঁদের সকলের চাকরি যাওয়া উচিত। তিনি আরও বলেন, হতে পারে কেউ মিষ্টি বিতরণ করেছেন। সেটা যাঁরা খেয়েছে, তাঁদের বের করতে হবে। আমরা সমাজকে কলুষতামুক্ত করার যুদ্ধে সামিল। এই মামলায় সিবিআইকে পার্টি করার নির্দেশ দিয়েছেন তিনি।
Topics
High Court SSC Scam CBI Administration Kolkata